pressbd24
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন রোধে সংসদে ভোট

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সামরিক আইন ঘোষণার রাষ্ট্রপতির পদক্ষেপে না ভোট দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদ। সংবাদ সংস্থা ইয়োনহাপ এবং রয়টার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জাতীয় পরিষদের সামনে বিক্ষোভকারীরা সামরিক আইনের বিরোধিতা করে স্লোগান দিচ্ছে। স্বৈরাচারের পতন দাবি করেও স্লোগান শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন টহল পুলিশের গাড়ি এবং দাঙ্গা পুলিশের বাস দেখা যায় সেখানে।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতারা সব আইনপ্রণেতাদের দেশের আইনসভা জাতীয় পরিষদের সামনে জড়ো হওয়ার আহ্বান জানায়। বিরোধী দলের নেতা লি জ্যা মিয়াং জনসাধারণকে সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন।

পিপলস পাওয়ার পার্টির নেতা হান ডং-হুন সামরিক আইন ঘোষণাকে একটি ‘ভুল’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভাষণে ইউন সুক-ইওল বলেন, ‘উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। ধ্বংসাত্মক, রাষ্ট্রবিরোধী কার্যক্রম কারণে জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি অনিবার্য ব্যবস্থা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।