pressbd24
ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতি গড়ার লক্ষ্যে রাবি শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রীতি মঞ্চের উদ্যোগে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ধর্মের শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রিত হয়ে সম্প্রীতির অঙ্গীকার করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

ধর্ম-বর্ণের ঐক্যের আহ্বান ‌‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সম্মিলিত ঐক্য’—এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বক্তব্যে সম্প্রীতির বার্তা অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

নেপালের শিক্ষার্থী সানি কুমার দাস বলেন, আমাদের দেশে মুসলিমদের সংখ্যা মাত্র ২ শতাংশ, কিন্তু সেখানকার সিটি মেয়র একজন মুসলমান। এটি দেখায়, ধর্ম কোনো বাধা নয়; বরং আমাদের সবার উচিত একজন মানুষ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া। বাংলাদেশের মাটি আমার কাছে খুব প্রিয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান জানান, বর্তমান সময়ে এ ধরনের সম্প্রীতি অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম নয়, আমাদের মূল পরিচয় বাঙালি। দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, একটি কুচক্রী মহলের অপচেষ্টার কারণে আমাদের এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে। এই শপথ কেবল বাক্য নয়, এটি হৃদয়ে ধারণ করতে হবে।

আমাদের দেশের মানুষের মনের সম্প্রীতি কোনো বিদেশি ষড়যন্ত্রে ধ্বংস হবে না।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্যসহ উপস্থিত সবাই শপথবাক্য পাঠ করেন এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিবেশনায় গান ও কবিতা দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।