রাজধানীর সাভারে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভারে অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় চালানো অভিযানে ৩০০ বাসাবাড়ির ৫০০ গ্যাস বার্ণারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইনসহ প্রায় ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়।
এ ছাড়া, অভিযানে গ্যাস বিল বকেয়ার জন্য ৫টি, অনুমোদন ছাড়া অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১০টি এবং অবৈধ সংযোগ থাকায় ১১টিসহ মোট ২৬টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফাইজা ওয়াশ নামে একটি কারখানাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।