pressbd24
ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদককারবারি গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উত্তর কলাউজান রাবার ড্যাম ও আমিরাবাদ হাছির পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩২০ লিটার চোলাই মদ, ৩.৪ কেজি গাঁজা ও ৭টি দেশীয় তৈরি দা-ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন : উপজেলার উত্তর কলাউজানের বিমল দাশের ছেলে টিসু দাশ (৪৮) ও আমিরাবাদ হাছির পাড়া গ্রামের নুরুল কবিরের ছেলে দুলু মিয়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান। পরে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শরীফ মো. ইকরামুল হক বলেন, ‘দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা ও ৭টি দা-ছোরাসহ ২ মাদককারবারিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।