চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে বারইপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার ২০০ টাকাসহ ১০৪টি জুয়া খেলার তাস জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. আবু কাউছার (৩১), মো. মামুন (২৩), মো. ইসমাইল (৪২) এবং মো. ফয়সাল (৩২)। তারা চান্দগাঁও থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।