pressbd24
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজ ঢাকায় আসছে আইসিসি’র চ্যাম্পিয়নস ট্রফি

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসরটার ভাগ্যটাই এমন। নেই কোনো সুনির্দিষ্ট ছক বা কাঠামো, আয়োজিতও হয় অনিয়মিতভাবে। এবারের আসর পাকিস্তানে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। গাঁ ধরে বসেছে ভারত, কোনোভাবেই খেলতে যাবে না তারা পাকিস্তানের মাটিতে। এই নিয়ে টানাপড়েনে ঝুলে আছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। আদৌ টুর্নামেন্ট হবে কী না এখন পর্যন্ত কোনও সমাধানে আসেনি আইসিসির থেকে!

এরই মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুর শুরু হয় পাকিস্তান থেকেই।

ট্রফি টুরের অংশ হিসেবেই আজ ঢাকায় আসছে আসরটির ট্রফি। একাধিক দেশ ঘুরে আজ ঢাকায় আসার কথা রয়েছে টুর্নামেন্টটির ট্রফি। বিসিবি জানিয়েছে, দুপুর নাগাদ ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।

চ্যাম্পিয়নস ট্রফিকে আরও আকর্ষণীয় করে তুলতে ‘ট্রফির ভ্রমণের’ এমন উদ্যোগ নিয়েছে আইসিসি। এতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। আইসিসি জানিয়েছে কবে, কোথায়, কখন চ্যাম্পিয়নস ট্রফি ভ্রমণ করবে।  সাত দেশের বিভিন্ন শহর ঘুরে আবার পাকিস্তানে ফিরবে ট্রফি। সূচি অনুযায়ী আজ দুপুরে ঢাকায় নামবে তিন কেজি ওজনের চ্যাম্পিয়নস ট্রফি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।