pressbd24
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী হত্যার ঘটনায় আটক ৩

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরের হাসান নগর এলাকার ছাপাখানা ব্যবসায়ী মো. নূর আলম হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি হাতুড়ি, একটি কাঁচি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মিরাজ মিয়া (২০), শিপন ওরফে সম্রাট (২৫) ও রিফাত (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

কামরাঙ্গীরচর থানা সূত্র জানায়, মো. নূর আলম কামরাঙ্গীরচর থানার হাসান নগর ভান্ডারী মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ফেব্রিক্সের ব্যবসা করে আসছিলেন।

গত ৬ ডিসেম্বর সকালে নূর আলম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়িতে যাবেন বলে স্ত্রীকে ফোন করেন।

এ সময় তার স্ত্রী কয়েকজন লোকের সঙ্গে নূরের বাকবিতন্ডা শুনতে পান। এরপর থেকে তার ফোনটি বন্ধ পান স্ত্রী। এরপর থেকে নূর আলম নিখোঁজ থাকায় তার জামাতা মো. আতাউল্লাহ খান সজিব কামরাঙ্গীরচর থানাকে বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় জড়িত থাকায় মঙ্গলবার কামরাঙ্গীরচরে নূরের ছাপাখানা থেকে কর্মচারী মিরাজকে গ্রেফতার করা হয়।

একই দিন কামরাঙ্গীরচরের ঝাউরাহাটি থেকে রিফাতকে ও কোতয়ালী থানার সদরঘাট এলাকা থেকে শিপনকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।