মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ রংপুর কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার। সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও কর্মপরিবেশ তৈরি করার লক্ষ্যে বর্তমান রাজস্ব প্রশাসনের প্রত্যাশা শতভাগ অনলাইন ভিত্তিক একটি ভ্যাট ব্যবস্থা প্রণয়ন, যার মাধ্যমে কাগজবিহীন ও অভিযোগবিহীন ব্যবসাবান্ধব পরিবেশে সম্মানিত করদাতাগণ প্রয়োজনীয় সকল সেবা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবেন।
‘ভ্যাট দেবো জনে জনে, অংশ নিবো উন্নয়নে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৪ উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে করা আয়োজনে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মো. আব্দুস সবুর খান।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড. আবু নুর রাশেদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মো. জিয়াউর রহমান খান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার শাহেদ আহম্মেদ।
অনুষ্ঠানে আলোচকরা ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে ভ্যাট ব্যবস্থার যথাযথ সুফল পেতে একে পুরোপুরি অনলাইন ভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কমিশনারেটের আওতাধীন সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।