চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় নাছিমা আক্তার নামে এক নারী খুনের ঘটনায় তার স্বামী মো. নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড-বলছে পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের আনোয়ারা থানার গুণদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে।
এর আগে ৭ ডিসেম্বর রাতে নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তারের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মূলত পারিবারিক কলহের জের ধরে গত ২ নভেম্বর রাতে আসামি নাছির তার স্ত্রীকে হত্যা করেছে। হত্যার পর তিনি ঘর তালাবদ্ধ করে বাড়িতে পালিয়ে যান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘নাছিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের দুটি মামলা রয়েছে৷ স্ত্রী হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’