সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের এক কেজি ২৬৬ গ্রাম ওজনের সোনার চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা।
এবিষয়ে সিলেট ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারি কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ জানান, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা (বিজি-২৪৮) বিমানের ফ্লাইটে সীটের নীচে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে রাখা চালানটির মধ্যে ১৮ পিস সোনার চুড়ি ও ৩ পিস সোনার তৈরী চেইন ছিল।
জব্দ করা সোনার মোট ওজন এক কেজি ২৬৬ গ্রাম এবং এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।