চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না করায় এ জরিমানা করা হয়।
রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআইয়ের মাঠ পরিদর্শক খাইরুল ইসলাম এবং সজীব চৌধুরী।
জরিমানা গোনা তিন বেকারি হলো, চিটাগাং বেকারি, দয়াল বেকারি, চিশতিয়া ফুডস। এরমধ্যে চিটাগাং বেকারিকে ১০ হাজার, দয়াল বেকারিকে ২০ হাজার এবং চিশতিয়া ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, বিএসটিআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে বিএসটিআই আইন ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিন বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।