কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর পরিদর্শন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও সচিব নাসরীন জাহানসহ এক দল প্রতিনিধি।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পরিদর্শনে যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ ৬-৭ জনের একটি প্রতিনিধি দল শাহপরীর দ্বীপে পর্যটন স্পট পরিদর্শনে আসেন।
এ সময় প্রতিনিধি দল শাহপরীর দ্বীপ গোলারচর পরিদর্শন করেন এবং এ স্থানকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
তিনি আরও জানান, প্রতিনিধি দলটি শাহপরীর দ্বীপ বিজিবির সাউদার্ন পয়েন্টে কিছুক্ষণ অবস্থানের পরে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট পরিদর্শনে যান। পরে দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন তারা।