মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। নতুন কোনো সিদ্ধান্ত হলে সবাইকে প্রকাশ্যেই জানানো হবে। এটি চুপিসারে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার বিষয় নয়।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানি সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
আগামী বছর থেকে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে আজ দিনভর বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে পোস্ট করা হয়। এতে কমেন্টে শিক্ষক ও অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
জান্নাতুল জলি নামে এক নারী লিখেছেন, শনিবার ছুটি হলে ভালো হবে। কারণ পড়াশোনার যে চাপ ছেলে মেয়েরা শুক্রবার ও শনিবার এই ২ দিন সময় পেলে সপ্তাহের পড়াগুলো শেষ করতে পারতো।
তাসলিমা ফেরদৌসি নামে আরেকজন লিখেছেন, যত নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আর শিক্ষকদের ওপর।