pressbd24
ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শনিবার স্কুল খোলা থাকার খবরটি গুজব

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের এমন গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। নতুন কোনো সিদ্ধান্ত হলে সবাইকে প্রকাশ্যেই জানানো হবে। এটি চুপিসারে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার বিষয় নয়।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানি সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী বছর থেকে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে আজ দিনভর বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে পোস্ট করা হয়। এতে কমেন্টে শিক্ষক ও অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

জান্নাতুল জলি নামে এক নারী লিখেছেন, শনিবার ছুটি হলে ভালো হবে। কারণ পড়াশোনার যে চাপ ছেলে মেয়েরা শুক্রবার ও শনিবার এই ২ দিন সময় পেলে সপ্তাহের পড়াগুলো শেষ করতে পারতো।

তাসলিমা ফেরদৌসি নামে আরেকজন লিখেছেন, যত নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আর শিক্ষকদের ওপর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।