স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা’কে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার রেলওয়ে স্কুল মোড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার রাতে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা’কে (৩৬) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম হাজীপাড়ার মৃত আঃ মালেক লেদুর ছেলে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামি র্যাবকে জানায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।