pressbd24
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করে অ্যাফিডেভিট তৈরি করার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদেরকে আটক করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারি গ্রামের সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের ওহাব শিপন (৩০) ও একই গ্রামের আক্তারুজ্জামান (৩৮)।

আদালত সূত্র জানায়, আদালতে আসমা মাহবুব নামের এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্যাম্প দিলে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হকের নজরে আসে বিষয়টি।

তিনি তাৎক্ষণিকভাবে আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাবার পরও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে। আদালত বিষয়টি ডিবি ওসি মোস্তাফিজ হাসানকে জানালে, তিনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।