দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা; এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ০৯ ই ডিসেম্বর (সোমবার) মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজা জেরিন এঁর সভাপতিত্বে উপজেলা সম্প্রসারিত ভবন প্রাঙ্গণে মানববন্ধন ও উপজেলা কনফারেন্স হল রুমে দুর্নীতি দমন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।