pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ের বামনসুন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ লঙ্ঘনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নাসরিন আক্তার এঁর সম্মেলিত উদ্যোগে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ সমন্বয়ে ৩রা ডিসেম্বর (মঙ্গলবার) সকালে মীরসরাই উপজেলার বামনসুন্দর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার তদারকি কার্যক্রমের এক অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাজার তদারকি কার্যক্রম অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লঙ্ঘনজনিত কারণে অনুমোদনহীন কেমিক্যাল হাইড্রোজ, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী ষ্টোরকে চার হাজার টাকা, হেলাল ষ্টোরকে চার হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনহীন ঔষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিকেল হল’কে দশ হাজার টাকা এবং পঁচা-বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট তেইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য তাৎক্ষনিক ধ্বংস করা হয়।

এছাড়াও বাজারে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।