pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বাংলাদেশ মিশনে হামলা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে, আগরতলায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক বাংলাদেশ হাইকমিশনের ভেতরে প্রবেশ করে হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিকেলে তার ফেসবুক পোস্টে এই মিছিলের তথ্য জানান। তিনি বলেন, “ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে রাত ৯টায় রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”

এর আগে আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ) কর্মীরা হাইকমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারেও একদল লোক এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা পরে হাইকমিশনের ভেতরে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন।

পিটিআই সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এই হামলা চালান।

এ ঘটনার পর, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে। তারা জানান, কূটনৈতিক এবং কনস্যুলার কার্যালয় কখনোই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের বিভিন্ন ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।