pressbd24
ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতের আগরতলায়;জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই থানা যুবদল।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার স্থানীয় বড়তয়াকিয়া বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় থেকে থানা যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি স্থানীয় বড়তাকিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন – মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান তপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল সাইফুল, খইয়াছরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু তালেব শিবলু, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, খইয়াছরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য আবদুল কাইয়ুম ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।