pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিটটি দায়ের করেন।

হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে বলা হয়েছে, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ২৯ ধারা অনুসারে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হোক। একই সঙ্গে, বাংলাদেশে ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের বিষয়ে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

এ ঘটনায় তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটের আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেলগুলোর মধ্যে যেমন স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা এবং অন্যান্য চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।

তার মতে- ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এছাড়া, এসব চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান প্রচারের কারণে যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। রিটকারীর অভিযোগ, এসব চ্যানেল কোনো আইন মানছে না, যার ফলে তাদের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।