pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বন্দরের নতুন কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করার পর তিনি এ নির্দেশনা দেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় পণ্যবোঝাই ট্রাক এখন থেকে এই নতুন কার্গো টার্মিনালে রাখা হবে, এবং একইভাবে রফতানিমুখী বাংলাদেশি পণ্যবাহী ট্রাকও এখানে অবস্থান করবে। সকল ট্রাকের ওজন স্কেলে মাপা হবে, যাতে কোনও ফাঁকির সুযোগ না থাকে।

পাসপোর্টযাত্রীদের ভোগান্তি সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘আমরা একটি মাস্টার প্লান তৈরি করছি, যাতে যাত্রীরা আর কাকের মতো বাইরে বসে থাকতে না হয়।’ তিনি জানান, এক কিলোমিটার এলাকায় একটি আধুনিক যাত্রী টার্মিনাল নির্মাণ করা হবে, যেখানে বসার জায়গা, খাওয়ার স্থানসহ সব সুবিধা থাকবে। বাস থেকে নামার পর চেকপোস্টে যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সেই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এবং অন্যান্য পদস্থ কর্মকর্তারা।

৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনালে একসঙ্গে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ পণ্যবাহী ট্রাক রাখা সম্ভব হবে, যার ফলে বেনাপোল বন্দরের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। এতে দুই দেশের সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।