শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির কুলাক্ষ্যং ছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- কালেন্দ্র চাকমা, গরুল কান্তি চাকমা, ঙুনপার বম, বিমল কান্তি চাকমা, জ্যাতি চাকমা ও ইন্দ্রমণি চাকমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরুল কান্তি চাকমার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে কিছু সময়ের মধ্যে অন্য ৫টি দোকান ও বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের প্রচেষ্টা সফল হয়নি। এছাড়া এলাকাটিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ফায়ারসার্ভিসকেও খবর দিতে দেরি হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত ঠিক কোন কারণে হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কালেন্দ্র চাকমা বলেন, গরুল কান্তির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি তিনি। তার দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ইউপি সদস্য অংসাহ্লা মারমা বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকারও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহম্মদ জানান, স্থানীয়রা তাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও পৌঁছার আগেই ১টি বসতঘরসহ ৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। স্থানীয়দের বরাতে গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।