ফেনীর সদর থানা এলাকায় গত ২৯ শে নভেম্বর (শুক্রবার) কালিদহ উচ্চ বিদ্যালয় মাঠে কালিদহ গ্রাম ও হাফিজিয়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে একটি ফাউলকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দু’জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- বেলায়েত হোসেন রিয়াজ (২৬), সে ফেনীর টঙ্গিরপাড় এলাকার আব্দুস সবুর মিয়ার ছেলে ও অপর জন একই এলাকার একরামুল হকের ছেলে ইব্রাহিম প্রকাশ রিয়েল (২২)।
এবিষয়ে র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সম্প্রতি ফুটবল খেলায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলার ২নং এজহারনামীয় পলাতক আসামিকে ফেনীর এসএসকে রোড় এলাকা হতে এবং ৪নং এজাহারনামীয় পলাতক আসামিকে ফেনী পৌরসভা সংলগ্ন সালাউদ্দিন মোড় এলাকায় হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দু’জনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।