স্টাফ রিপোর্টার : ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ লা ডিসেম্বর (রবিবার) আনুমানিক ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইমাম মার্কেটের সামনে দাউদকান্দি এক্সপ্রেসের বাসে অভিযান পরিচলনা করে ফেনী ডিবি পুলিশের একটি দল।
অভিযানে ইকবাল হোসেন (৩০) নামে একজনের হেফাজতে থাকা ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।
সে কুমিল্লা জেলার বুড়িচং থানার লরিবাগ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়।