pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

থানা লুটের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশ অভিযান চালিয়ে থানা লুটের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি এবং ৩টি কার্তুজ—দাবি পুলিশের। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নয়াপাড়া রেলবিটের পশ্চিম পাশে হালিম কোম্পানির বাড়ি সংলগ্ন খালি জায়গা থেকে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন : চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মালিকা মজুমদারের বাড়ির মৃত আক্তার হোসেনের ছেলে মো. মালেক (২৫) এবং আকবর শাহ থানার শহিদ লেন এলাকার মো. নয়নের ছেলে মো. বিজয় (২২)।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল—সেই ভিত্তিতে মো. মালেককে আজমনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে জানান। আরো জানান, তার সহযোগী বিজয়ের কাছে থানা থেকে লুটের অবৈধ অস্ত্র আছে।

মালেকের দেওয়া তথ্যে পুলিশ বিজয়কে গ্রেপ্তার করে। পরে তাদের উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র এবং কার্তুজগুলো একটি সাদা রংয়ের বাজারের ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার আসামি মালেকের বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, চুরি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।