আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ হাতছাড়া করার পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ নারী দল।
সোমবার (৯ ডিসেম্বর) আগে ব্যাট করে সাত উইকেটে ১২৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে শেষ ওভারে ১৫ রান তুলে নিয়ে চার উইকেটে জয় পায় আইরিশরা।
এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। আর এবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হলো জ্যোতিদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশ মেয়েরা দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় বিপদ বাড়ছিল সফরকারীদের। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ধরে রেখেছে আইরিশ মেয়েরাই।
এর আগে সকালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতির দল। ওপেনিং জুটিতে ২৪ বলে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। মুর্শিদা ১২ রানে আউট হলেও বাংলাদেশের পাওয়ার প্লে থেকে আসে ৪৯ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান সোবহানা এবং শারমিন আক্তার। ৫৮ বলে ৭১ রান তোলেন এই দুজন। অ্যামি মাগুইরের বলে স্টাম্পিং হয়ে যাওয়ার আগে ৩৩ বলে চারটি চারে ৩৪ রান আসে শারমিনের ব্যাটে।
ভালো খেলেও এ দিন হাফ সেঞ্চুরি পাননি সোবহানা। এলবিডাব্লুউর ফাঁদে পড়ে ৪৫ রানে বিদায় নেন তিনি। ইনিংসে ছিল ছয়টি চারের মার। শেষ ৮ ওভারে মাত্র ২৯ রান করতে পারে বাংলাদেশ। এ সময় ৬ উইকেট হারায় দলটি।
নিগার সুলতানা জ্যোতি আট, স্বর্ণা আক্তার চার, রিতু মনি শূন্য ও নাহিদা আক্তার এক রানে বিদায় নিলে বিপদে পড়ে দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট। দুটি উইকেট তুলে নেন অ্যামি মাগুইর।