স্টাফ রিপোর্টার : মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লা ডিসেম্বর (রবিবার) রাতে ৩০০ (তিনশত) বোতল ভারতীয় ফেনসিডিলসহ ০১ জন’কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বারইয়ারহাট পৌর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বারইয়ারহাট হতে রামগড়গামী সড়কের অলংকার মোড়ে পাকা রাস্তার উপর হতে রেজিষ্ট্রেশন নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা (যাহার ইঞ্জিন নং: AZZWLM16083, চেসিস নং: MD2A27AY7LWM11757) হতে ৩০০ (তিনশত) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারপূর্বক মোঃ আক্তার হোসেন (২২) নামের একজন’কে পুলিশ গ্রেফতার করে হেফাজতে নেয়।
সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছত্তরুয়া গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে।
এছাড়া ঘটনাস্থল থেকে ইউসুফ (২২) নামের অপর একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। সেও একই এলাকার মোঃ আলমের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ‘প্রেসবিডিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করে সোমবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।