দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যর’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে আজ বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।
গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।’
ভারতীয় গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে শফিকুল আলম বলেন, ‘ইদানিং কিছু ঘটনা নিয়ে একটা ইন্ডাসট্রিয়াল স্কেলে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। আমরা অনেকাংশে দেখছি যে ইনডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজ করছে। সেটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে যে, তোমরা আসো, দেখো কী হচ্ছে। অ্যাট দ্য সেইম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি।’
ঐক্যবদ্ধভাবে অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে নামার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।