ওয়েস্ট ইন্ডিজের দরকার আর ১৫৪ রান। বাংলাদেশের ৬ উইকেট। একটা বড় জুটি কেড়ে নিতে পারে বাংলাদেশের স্বপ্ন। আবার কয়েকটি উইকেট পতন হলে জয়ের কাছে চলে আসতে পারে টাইগাররা। এমন পরিস্থিতিতে জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনের চা-বিরতিতে গেছে দুই দল।
২৮৭ রানের জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। কাভেম হজ ৪৯ আর জাস্টিন গ্রেভস ১০ রানে অপরাজিত আছেন।