চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া থানা এলাকার একাধিক মামলার আসামি মোঃ জানে আলম’কে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
জানা যায়, গ্রেফতার হওয়া জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক খন্দকার গোলাম আকবরের অনুসারী ও জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।
এবিষয়ে মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিন চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের একজন ব্যবসায়ী। এ বছরের ১০ শে অক্টোবর (বৃহস্পতিবার) আসামি যুবদল নেতা জানে আলম ভুক্তভোগীর বসত বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার হুমকি ও অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামি ভুক্তভোগীকে কিল ঘুষি ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। এসময় ভুক্তভোগীর শোরচিৎকার শুনে তার ভাই এগিয়ে এলে আসামি তার ভাই মোঃ আজিম উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যায়।
র্যাব-৭ এঁর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, এ মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড় পাকা রাস্তার উপর অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জানে আলম’কে (৪৫) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টায় ১০টি মামলার রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রামের রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।