শনিবার (৭ ডিসেম্বর) হালিশহর বিডিআর মাঠে যুব ফোরাম আয়োজিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘বিগত ১৮ বছরে সবচেয়ে বেশি আঘাত করেছে ইসলামের উপরে। সমাজতন্ত্র, পুঁজিবাদ, কমিউনিজমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নয়। সে খুনি, সে দাজ্জাল। শেখ হাসিনা ও শেখ রেহেনা বাংলাদেশ থেকে ২ লাখ কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। ইসলামকে বাদ দিয়ে এই দেশে সেকুলারিজম চলবে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা এ বি এম ছিদ্দীকুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করতে শক্তি ও যোগ্যতা অর্জন করতে হবে, ভালো মানুষের হাতে নেতৃত্বের ভার প্রদান করতে হবে, তাহলেই একটি বৈষম্যহীন ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশ পুরোপুরি বৈষম্যমুক্ত হবে।
শান্ত থেকে ধৈর্যের সাথে সব ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো দেশের বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আর এসব ষড়যন্ত্র বাংলার তাওহীদি জনতা রুখে দেবে। ফ্যাসিবাদী শক্তি আসার সকল দরজা বন্ধ করে দিতে হবে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা আদালত চত্ত্বরে একজন তরুণ আইনজীবীকে শহীদ করেছে। ভারতে আগরতলায় বাংলাদেশের দূতাবাস জ্বালিয়ে দিয়েছে। তারা মনে করেছিল বাংলার স্বাধীনতাগামী জনগণ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করবে। তাদের এসব ষড়যন্ত্র বাংলার জনগণ ধৈর্য্যের সাথে মোকাবেলা করেছেন। সামনেও যেকোনো ষড়যন্ত্র শান্ত থেকে ধৈর্য্যের সাথে মোকাবেলা করা হবে।’
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার। মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আজহারী, বিশেষ ওয়ায়েজ ছিলেন প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানী। মাহফিল উদ্বোধন করেন হালিশহর যুব ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরে জাহান সিরাজী।
মাহফিলে বক্তব্য রাখেন হালিশহর এ বক্ল বাসস্ট্যান্ড হযরত ওসমান (রাঃ) জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজুর রহমান আল-আরাবী, কাট্টলী জাকেরুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও হালিশহর এইচ বক্ল জামে মসজিদের খতিব মো. শাহ আলম, ফয়েজ লেক জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মাহ্দী। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ফোরাম হালিশহরের আবুল কালাম আজাদ, ড. মো. শাহাদাত হোসাইন, মাওলানা মো. সোলায়মান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, মো. মাকসুদুল মাওলা, মো. জাহের খান, আহমদ শফি প্রমুখ।